Friday, May 2, 2025


 

বর্তমান প্রেক্ষাপটে বাংলা নববর্ষ
পার্থ বন্দ্যোপাধ্যায়

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে,  শাহবাগ -রমনা'র বটমূল থেকে মঙ্গল যাত্রা দিয়ে প্রতি বছর  বাংলা নববর্ষের সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্র ছাত্রী ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ এই মঙ্গল যাত্রায় অংশ নিয়ে থাকেন। আমাদেরই বড় আবেগের দেশ বাংলাদেশ। তাই  এই শোভাযাত্রার দিকে আমাদের সবারই নজর থাকে। এইবার সেদেশে পরিবর্তনের ঝড় বইছে।তাই আগের যা কিছু সবটাই বদলে ফেলতে হবে।  মঙ্গল যাত্রার " মঙ্গল " শব্দটা নিয়েও তাই এবার  প্রবল আপত্তি। দাবি উঠলো  কেন এই যাত্রার নাম মঙ্গল যাত্রা হবে, এর নাম করনের পরিবর্তন চাই।

 আমাদের  প্রাণের ভাষা বাংলা ভাষা। তাই মঙ্গল শব্দের অপসারণ আমাদের আবেগকে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। মানুষের কল্যাণে নতুন কিছু সবসময়ই কাম্য। কিন্তু মঙ্গল শব্দের অপসারণ আমাদের আহত করেছে। যে কোনো ভাবে অতীত ঐতিহ্য প্রাচীন সংস্কৃতির মূলে কুঠারাঘাত করতে হবে। অবশেষে নববর্ষের শুভ যাত্রার নাম পরিবর্তিত হয়ে অবশেষে   হল "আনন্দ যাত্রা"। জানি না এই পরিবর্তনে বাংলা দেশ কতটা এগিয়ে যেতে পারল।

একটা সময় বাংলাদেশ গর্ব করে বলতো আমাদের হুমায়ুন আহমেদ আছে। আজ বড়ো করে এই প্রাতঃস্মরণীয় লেখকের ছবি টাঙিয়ে নতুন প্রজন্মকে বলা হচ্ছে ঢিল ছুড়তে। এসব দেখে নিজেদের খুবই নি:স্ব বলে মনে হয়।  

এ তো গেল কাঁটাতারের ওপারের খবর।  এপার বাংলায় নানা ফন্দি ফিকির করে লাটে তুলে দেওয়া হচ্ছে শিক্ষা। আমরা যা শিখলাম যা শেখালাম প্রতি পদে পদে সেই বিষয়টা  ভুল প্রমাণিত করবার এক অদ্ভুত প্রয়াস চলছে। নতুন সৃষ্টি করবার ইচ্ছেকে শেষ করে দিয়ে নতুন  সংস্কৃতির মোড়কে অশিক্ষার প্রসার ঘটছে অহরহ। এই খারাপ লাগা বিষয়গুলোর তালিকা আর বড়ো না হলেই অসোয়াস্তির মেঘ কাটবে।

No comments:

Post a Comment