Monday, November 25, 2019






ডুয়ার্সের নোটবুক: পরবর্তী পর্যায়
(একটি সিরিজ)

শৌভিক রায়


নিজস্ব রিংটোনে বসন্তবৌরি
ডেকে নেয় উষ্ণ গ্রীষ্ম,
হিমভোর মুছে গিয়ে
দাউ দাউ দাবানল দুপুরে
স্ক্রীনে ভেসে ওঠে
ছারখার বৈশাখী

ঝড় উত্তরার বুকে...

***********************

তোর্ষায় ভেসে যায়
সেগুনের লাশ,
অন্ধকারে ডুবে থাকো তুমি
নামহীন মৃত্যুর
স্তব্ধতা নিয়ে

তবুও জোনাকি চিলাপাতার গভীরে

*************************


রঙবদল তুমি চলে যাও
বর্ষা থেকে কখনো শরতে

দুর্নিবার সন্ধ্যেরা,
সাইলেন্ট মোডে,
দেখে নেয়
দাঁড়িয়ে তুমি আমাদেরই সাথে...

রক্তচোখ?
আকাশ তো তা জানে না!

***********************


তোমার বাড়ানো হাতে 
হাত ছোঁয়ালেই
টুংটাং পিয়ানো...

জানো ব'লেই,
অবিশ্বাস্য,
ছুঁয়ে দিচ্ছ হাত

আর কুয়াশায় মেলাতে মেলাতে
শুনতে পাচ্ছি বাখ্ আর মোৎজার্ট.....

***********************

তুমি রঙ খেলেছিলে
রুদ্রপলাশের সাথে
শিমুলকে নিয়ে

মাদারের অভিমান
জল জ্যোৎস্নায় 
সেই কাকভোরে
ভেসে গিয়েছিল

হলুদ সরষের দেশে...

***********************

লং শটে মজে যাওয়া নদী
তবু তোমার জলটিপ সাজ,
হাতে হাত ধরার আগে
পেছন ফিরে দেখো

উঠে আসছে এক মৎস্যকণ্যা
ঘোলা তোর্ষার গভীর থেকে...

No comments:

Post a Comment