Sunday, November 3, 2019






সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     


 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬


মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 


সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 



কবিতা

১টা রহস্যময় চতুর্ভুজের সঙ্গম 




সংখ্যাগুলো বিলিয়ে দিলেই অবশেষ
অবশিষ্ট শূন্য থেকে অসীম
অতএব
যথেচ্ছ ওম নিয়ে ফেরা যাক

শূন্যাঙ্ক পেরিয়ে সৌরযানের সিঁড়ি
আর পৃথিবীরূপী গোপন ক্লিভেজ্
সুতরাং
তীব্রতর তড়িৎপ্রশ্ন বিদ্ধ করে স্পর্শের আগেই

হাতড়াই আদরের ধোঁয়া
গলনশীল পরমাণু পুড়ে যাবে বলেই
তবুও বৃত্তশীল
পাখি ও পথ বড়ো এলোমেলো 

জোড়াচুম্বক পার হলেই আয়নাআবেশ
কতোটা মেনে নিয়েছি শীতলতাময়
আকাশী আঁচল ছিঁড়ে তবুও বাজি রাখি
মৃত স্মৃতিকোষ রাখবো না বেঁধে


শব্দরূপ : রাহুল গাঙ্গুলী



মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

No comments:

Post a Comment