Tuesday, November 26, 2019





ভ্রম

নির্মাল্য ঘোষ 


অভিশাপগুলো মুঠো ভর্ত্তি করেছি 
একটু একটু করে...
রক্তের দাগ ঢেকে গিয়েছে...
যে আঘাতের কথা নিয়ে আলোচনা 
চলছে দিনরাত...
সে তো আগুণ খায় অহর্নিশ 
হাপুস হুপুস করে..
আঙ্গুল টিপে টিপে রোদ বের করি 
আর একটা একটা করে সূর্য আঁকি...
ডেটলের গন্ধে ফেন্সিডিল ভেসে বেড়ায়...
তারপরে ধীরে ধীরে কর্পূর হয়..
হেমন্তের রোমকূপে ঘাসের গন্ধ সিঁদুর 
মাখে...
শীত তখনও নিদ্রা থেকে ওঠেনি
একটা খয়িষ্ণু লক্ষ্যকে উত্তরণ ভাবার 
ভ্রম হয় বারেবারে

No comments:

Post a Comment