Sunday, November 3, 2019





সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     


 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬


মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 


সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 



কবিতা



নবান্ন

সুবীর সিনহা রায় 


হিম হিম কুয়াশা,আঘন বাতাসে আনন্দ নাচে
আমনগন্ধ আকুল, হেমন্তিমাঠে ফসলের বান
অমৃতশালী কপিলভোগ কালিজিরা নেত্রমালী --
রাশি রাশি ধান ভূলক্ষ্মিদান গোলা ভরে ওঠে
উলুধ্বনি শাঁখ বাজে মঙ্গলঘটভরা ধানেশ্রী বরণ ;
উৎসব আয়োজন বাংলার ঘরে ঘরে,
এস মাগো বস ঘরে ঠাঁই,ক্ষুধার অন্ন হয়ে সম্বছর, প্রার্থনা এই
রোগশোক দূর কর সন্ততিজন সুখে যেন থাকে --
নূতন ধানে নবান্ন নিবেদন উপাচার সমারোহ ! 

ধানভানা গান ঢেকির সুরে তালে
জগজন মাতে আনন্দ উচ্ছাসে
অন্নদাত্রী-আরাধন ভক্তিতে, আশিশ মাগে 
 শ্রদ্ধার্ঘ দিয়ে পিতৃপুরুষের কাছে, অক্ষয়ধন 
সুস্থ জীবন সুখশান্তি সংসারে রাখ অটুট,, 

খুশির উৎযাপন  নবান্ন বিতরণ ঘরে ঘরে 
পরস্পরে জাতপাত দূরে ভায়ে ভায়ে কোলাকুলি
প্রীতি বিনিময় আপামরজনে আনন্দমুখর উৎসব... 

আছে কি আজ সেদিনের আনন্দ সমারোহ
মেতে ওঠে কি ধনী নির্ধন খুশির নবান্ন উৎসবে
অনাহার চারদিকে দারিদ্র্য দলিত, চাষার লাঞ্ছনা, 
'নবান্ন' শাসন কঠিন কৃষক খামারে আত্মঘাত
ক্ষুধার সূচক নামে শূন্য ক্রমাঙ্ক ধরে, কী করে 

নবান্ন পরব আসে !!   



 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

No comments:

Post a Comment