সম্পাদকের কথা
দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা।
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব।
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব।
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
মুজনাই সাহিত্য পত্রিকা
হসপিটাল রোড
কোচবিহার
ইমেল ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
ছড়া
নবান্ন দ্বারে
মজনু মিয়া
আবার জমবে মেলা হাঁটে ঘাটে কলরবে
বসবে গানের আসর উঠোন জুরে তার স্বরবে,
কৃষকের মনে খুশির বান পেকেছে খেতের ধান
দল বেঁধে ছুটছে খেতে গাইছে তারা প্রাণের গান।
দুয়ারে ধান ছড়াছড়ি খাইছে মুরগী কাকে
গৃহিণী ডাকছে কই তোরা তাড়া গিয়ে তাকে,
বস্তা ঢোল ব্যাড় ভরে রাখে খায় সারা বছরে
এরই মাঝে ভাগ বসায় ইঁদুর শালিক বান্দরে।
অনেক আশা কৃষক আর গৃহিণীর মনে মনে
বেচবে ধান গড়বে গয়না আর শাড়ি কিনবে পণে,
কাজের মাঝে যায় রাত্র দিন সুখের সীমা নেই তো
এমনি করেই নবান্ন যায় নবান্ন আসে সেই তো।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment