সম্পাদকের কথা
দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা।
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব।
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব।
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
মুজনাই সাহিত্য পত্রিকা
হসপিটাল রোড
কোচবিহার
ইমেল ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
কবিতা
নবান্নের সুর
স্বপন কুমার চট্টোপাধ্যায়
এখানে বাংলার বুকে আজ
শোনা যায় নবান্নের সুর
ধা ন ক্ষেত সরু আল পথ দিয়ে
হেঁটে যায় কৃষক রমণী
হাতে তার স্বযত্নে ধরা
নল খাড়া গাছ টার ডগা।
শিশির সিক্ত ভয়ে শাড়ীটাকে
উঁচু করে বাঁধা হাঁটুর উপর
দু চোখে ঝরে পড়ে খুশির বন্যা
যদিও সে জানে ফসলের
সব টুকু প্রায় চলে যাবে
জমিদারের সুরক্ষিত গোলায়।
সন্ধ্যার অন্ধকার নেমে এলে
উঁচু খুঁটি টার মাথায় এসে বসবে
কর্কশ কণ্ঠের এক পেঁচানি,
জমিদার গিন্নির মতোতার
চারিদিকে সতর্ক চাহনি।
পূর্ণিমার চাঁদ চুপি চুপি
চুমু দিয়ে যায় সদ্য জাত
সোনালী ফসলের মুখে
বাংলার ধান ক্ষেতে তাই
শোনা যায় নবান্নের সুর।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment