Saturday, March 11, 2023


 

নারী দিবস কী ও কেন

চিত্রা  পাল   

নারী জাতিকে মানবসমাজের অর্ধেক বলা হয়। এই সমাজের অর্ধেক সৃজিয়াছে নারী অর্ধেক তার নর। এভাবেই বলা হয়। বলা হয় ওই পর্যন্তই, পুরুষতান্ত্রিক সমাজ়ে  তার তেমন সাড়া ছিলোনা। ১৯০৯ সালে ক্লারা জেটকিনসের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক  নারী সম্মেলন হলো। এরপরে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রতি বছর ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব রাখা হয়। এরপরে ১৯৭৫ সালে ৮ই মার্চকে বিশ্ব  নারী দিবস হিসেবে জাতি সংঘ স্বীকৃতি দেয়। এরপর থেকে সারা পৃথিবী জুড়ে এই দিনটি পালিত হচ্ছে  বিশ্ব নারী দিবস রূপে।এই দিনটির পালনের পেছনে রয়েছে নারীর সমান অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস।আমাদের দেশেও পূর্ণ মর্যাদায় পালিত হয়েছে নারী দিবস। এক একদেশ এক এক বিষয়ের ওপর গুরুত্ব দেয়। এবছর নারী দিবসের গুরুত্বের বিষয় লিঙ্গ সমতার উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার। যেকোন  সভ্যতা উন্নত হয় তখনই যখন একজন নারী নিজের ভেতরে এই উন্নতি লালন করে। একজন নারী যদি সমান সুযোগ পায় আর সে প্রমাণ করে যোগ্যতায় সে সমান তাহলে সমাজ যে আপনিই উন্নত হবে সে কথা বলার অপেক্ষা রাখে না।

No comments:

Post a Comment