Saturday, March 4, 2023



আনন্দ বসন্ত সমাগমে---"আজি বসন্ত জাগ্রত দ্বারে..."

গৌতমেন্দু নন্দী



          অনুভূতির কোন রং আছে কি?  হয়তো আছে। আমাদের অবচেতনে।  যা  আমাদের মন,প্রাণ জুড়ে অব্যক্ত ভালোলাগার অনুভূতিতে সঞ্চারিত হয়।

      সেই "অলক্ষ্য রং"কখন যেন আমাদের অকারণের সুখে মাখিয়ে  দিতে অনুভূতির রং কে রংএর অনুভূতিতে জারিত ক'রে ফাগুনের  ভালোলাগার বাতাসে ভাসিয়ে নিয়ে চলে। তখনই আমরা উচ্চারণ করি--" বসন্ত এসে গেছে..."।

      এইভাবেই শীত-গ্রীষ্মের মাঝে অব্যক্ত ভালোলাগার "অলক্ষ্য রং"প্রকৃতির অমোঘ আকর্ষণে অবচেতনে অনুভূতির রং নিয়ে আমাদের মনন-চিন্তনকেও রাঙিয়ে দেয়।

        অক্ষর চর্চায় কাব্য সাহিত্যেও তার প্রতিফলন ঘটে। তাকে উপেক্ষা করার সাধ্য আমাদের নেই। প্রকৃতির মাঝে আমাদের যাপনেও সেই রংকেই খুঁজে পাই--

  পাহাড়, অরণ্যের কোলে শিমুল, পলাশের রংএ।

      সেই আনন্দ-আতিশয্যে গেয়ে উঠি---" ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে..."

    বাসন্তীকার এই আবেগ, আনন্দ 

নিয়েই তখন উচ্চারণ করি ----

 " নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল..."

       এইভাবেই যেন "বসন্ত তার গান লিখে যায় ধূলির 'পরে কী আদরে..."

       বসন্তের সব রং যেন এসে মিশে যায়"দোল","হোলি"র উৎসব রংএ---সৌহার্দ্য, সম্প্রীতি, সংহতি,

বন্ধুত্বের রংএর উদযাপনেও। 



মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা 

'আনন্দ বসন্ত সমাগমে....`

No comments:

Post a Comment