Saturday, March 4, 2023


 

মনে বসন্ত

রীতা ভদ্র দত্ত           

 

তখন বসন্ত বিকেল;

আকাশের কোণে কোণে রাঙা মেঘ,

 মিলেছিল আগুন বরণ পলাশের সঙ্গে। 

ফাগুন হাওয়ায়-হাওয়ায় দোল খেতে খেতে, 

শিমুল ধরা দিয়েছিল জারুলের আলিঙ্গনে। 


হঠাৎ দমকা হাওয়ায় খুলে গেলো  

বহুদিনের বন্ধ জানালার কপাট,

উড়লো শাড়ির আঁচল, যেন হেমন্তের পাখি। 

খিলখিল হাসিতে- দীঘল চুল উড়িয়ে,

বয়ে গেলো বসন্তের দামাল বাতাস।


আটপৌরে ঘোমটাখানা গেলো সরে;

চাঁপার গন্ধে, কোকিলের কুহুতানে-

শুধুই মন কেমন,অকারণ উচাটন, 

বসন্ত পবন!


মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা 

'আনন্দ বসন্ত সমাগমে....`

No comments:

Post a Comment