Saturday, March 4, 2023


 

বসন্ত আর নিছক কবির প্রেমগাথা

শ্রাবণী সেন


পলাশ যখন আগুন রঙের ফুল ছড়ায়

আকাশ বলে মেঘ আড়ালের রূপকথা

ব্যস্ত কোকিল পঞ্চমে ঠিক তখন গায়

বসন্ত আর  নিছক কবির প্রেমগাথা!


কবির তখন লুটায় আঁচল আনমনে

কিম্বা ওড়ে বাসন্তী রঙ ওড়নাটাই

স্বপ্নে বিভোর লেখনী তার সেই ক্ষণে

ফাগুন বাতাস ভর করে দেয় উড়াল তাই।


তাই তো এবার কবির গানে নতুন তাল

নতুন ছন্দে  নতুন নতুন আবর্তন

স্পর্শে এবার লোহিতকণায় ভরা কটাল

হোলিখেলায় সাতটি রঙের আমন্ত্রণ!


নতুন কাব্য শেষ হবে দোলপূর্ণিমায়

কবির পাশে পরম প্রিয় তার শ্রোতা

আমের মুকুল সুগন্ধি সেই বারান্দায়

পূর্ণ হবে বাসন্তী এক রূপকথা।


মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা 

'আনন্দ বসন্ত সমাগমে....`

No comments:

Post a Comment