Saturday, March 4, 2023


 

আনন্দ বসন্ত সমাগমে

সম্রাজ্ঞী রায়

     

ভোরের স্নিগ্ধ আলো ছুঁয়ে যাচ্ছে ঘাসের ডগা । শিরশিরে বাতাস খেলা করছে আম্রমুকুলের সঙ্গে।  যেন বলছে, আমি এসেছি, আমি এসেছি। । ছুটে গেলাম কৃষ্ণচূড়া গাছের নীচে। সেও আজ  ফুলে ফুলে রঙিন হয়ে জানান দিচ্ছে, আমি এসেছি আমি এসেছি।

 কত যে পলাশ ছড়িয়ে  আছে মাটিতে! ওরাও  এসেছে আজ রঙের উৎসবে শামিল হতে।

    একমুঠো পলাশ  তুলে নিই  দুটি হাতে । সাজব আমিও পলাশপ্রিয়ার মতো।  শিমুল গাছের কাছে যেতেই  ফুল ঝরিয়ে সেও রাঙিয়ে দিল আমার খোলা চুল। কোকিল তার মধুর সুরে বলছে যে ,ঋতুরাজ এসেছে। সঙ্গে, চারিদিক  রঙিন হয়ে বলছে, বসন্ত এসেছে; দোলের রঙে নিয়ে। 

     রাঙা আবির নিয়ে অপেক্ষা করছি তোমার জন‍্য! যে অপেক্ষা ছিল রাধার, যে অপেক্ষা ছিল মীরার, সেই  অপেক্ষা আমারও যে! তুমি  আসবে বাতাসের বুকে বাঁশি বাজিয়ে; যমুনায় নয়, আমার গঙ্গার জলে ঢেউ হয়ে ; তোমার জন্য এই প্রতীক্ষা তাই বসন্তকে সঙ্গী করে।  সাত রঙে আমাকে রঙিন করবে তুমি। 

বসন্তের সঙ্গে  তাই যেন আজ দোলের ছোঁয়া লেগেছে সমস্ত  প্রকৃতি জুড়ে।


মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা 

'আনন্দ বসন্ত সমাগমে....`

No comments:

Post a Comment