Saturday, March 4, 2023


 

বসন্ত এলে..

প্রতিভা পাল 


আজও বসন্ত এলে কবিতা হয় মন,

আজও বসন্ত এলে মাতাল হাওয়ায় 

ভেসে যেতে যেতে যেতে

কেমন যেন আনমনা হয় শব্দের উচ্চারণ !

আজও বসন্ত এলে মনে হয় 

গন্তব্য ছুঁয়েছে কবেকার কত অপেক্ষারা,

ছন্দরা সুর তুলেছে বাউলের একতারায়,

দিশাহারা আবিরের রঙে 

রাতও রঙিন যেন রামধনুর আলোয়,

আলোর উদযাপনে ;  

আজও বসন্ত এলে ফিরে ফিরে আসে 

সদ্যোজাত অনুভব ভালবাসার !

ভাল থাকারা দীর্ঘশ্বাস নিতে নিতেও 

আঙুলের ফাঁকে 

আর একটু  ভাললাগা জমিয়ে নেয় 

আয়ুরেখা ধরে হেঁটে যেতে যেতে !

কত শূন্যতা পূর্ণতার ছোঁয়া পায়,

সব না পাওয়া সরিয়ে, হঠাৎ বসন্ত এলে!

তাই কি বসন্ত বর্ণময় এত

তার বর্ণাঢ্য আয়োজনে?


মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা 

'আনন্দ বসন্ত সমাগমে....`

No comments:

Post a Comment