বসন্ত কথা
কিশোর পণ্ডিত
চৈতালি নিমন্ত্রণে
ফাগুনী হাওয়ায়
সাজ সাজ রব যেন
প্রকৃতি পাড়ায় ।
বসন্ত আসবে বলে
শিমুল পলাশের মনে
রঙ লেগেছে আরও
কৃষ্ণচূড়ার বনে।
আমের বোলে ভ্রমর খেলে
কোকিল গান গায়
পাখি ডাকে ফুল ফোটে
নতুন প্রভাত বেলায়।
একতারার তারে তারে
বাউলের সুর
দখিনা সমীরণে
উদাস দুপুর।
নব পল্লব জাগে বনে
তরু বিথীর শাখায় শাখায়
বসন্ত আজ রঙ মাখাল
প্রজাপতির পাখায় পাখায়।
মুজনাই সাপ্তাহিক বিশেষ সংখ্যা
'আনন্দ বসন্ত সমাগমে....`
No comments:
Post a Comment