আশায় আষাঢ়
রীনা মজুমদার
আষাঢ় মানে,
মেদিনীর বুকে চারা রোপণ
যেন,
ফোঁটা ফোঁটা বৃষ্টি ধারায় মাতৃস্তন্যে যাপন,
সময়ের এ কোন আষাঢ়?
চোখের জলে জীবন ভাসে !
তবুও আশায় আষাঢ় আসে
কারও সম্মতির অপেক্ষা না করে-
আষাঢ়ের জলে নিশীথ রাতে
ছায়াপথ ধরে জীবনের যতিচিহ্ন খুঁজে চলি..
প্রভাতী সূর্যের আলো দিয়ে
যায় দিগন্তে শান্তির পরশ
ভোরের কুশল বিনিময়ের পর, তবুও
অনাগত সময়কে বলতে পারি না
নিশ্চিন্তে,
আমি আছি ...
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment