আগন্তুক আষাঢ়
মহন্ত বিশ্বাস মোহন
আকাশ-উপচানো দীর্ঘ এক ছায়া
শুষে নেয় জগতের শেষ আলোটুকু ;
তারপর ঘাট মাঠ উঠোন, জানালার গায়ে
বিছিয়ে দেয় তার মখমলে
কুহক শরীর ।
স্থির জগৎ
ঘুমঘুম ঝোপঝাড়, লতা-পাতা, বন
শুধু দিঘির বুকে
ধীর পায়ে পায়চারি করে বিশীর্ণ বাতাস;
অন্তরে সবার
কার যেন অপেক্ষার নীরব বাদ্য বাজে ।
নুয়ে পড়া বাঁশ, ঝুঁকে পড়া হিজল
আত্মমগ্ন সবুজ শ্যামল ঘাস
ফিসফিস করে;
খিল তুলে বাসায়
শিষ তোলে চাপা চাপা আড়ালের পাখি ।
শেষ প্রস্তুতি সেরে নেয় কৃষাণ কৃষানী
চালার ফাঁকে গুঁজে দেয় মায়াময় খড়
বাইরে তখন উদ্বেল
বাঁধন- হারা উচ্ছাস
রিমঝিম, রিমঝিম, বিরামবিহীন ঝরোঝর ।
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment