এমন মিষ্টি বৃষ্টি মাখা দিনে
নরেশ রায়
যেন মেঘ বাজাচ্ছে টোরি বিলাসখানি
মৌসুমী বাতাসের মিষ্টি মধু ঝুনঝুনি
হৃদয় বীণায় সুরে বাঁধা তার
মেঘমল্লারে মাতায় ওঠায় ঝঙ্কার ।
সবুজ ঘাসের নতুন গালিচায়
নাচে গায় হাসে রঙিন প্রজাপতি
নাচায় আমার পাগলা মনটাকেও
রূপের বাহার বেড়েছে তিস্তা তোর্ষার ।
মন হারিয়ে যায় শুনে তানসেনের তান
আমি নিজেরে হারিয়ে খুঁজি বারেবার
তোমাকে খুঁজি দুনিয়া করি তোলপার ।
রিমঝিম ঝমঝম টিপটিপ টুপটাপ
পাগলা মাতাল হাওয়ার উদ্দাম রক
তোমাকে পাবার জন্যে মনের তীব্রতা
সভ্যতার আদি থেকে চলে আসছে
তিন লোক জুড়ে তুমি শুধু তুমি---
এমন দিনে তোমার পাবতো দেখা ?
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment