Thursday, July 2, 2020

স্মৃতির পাতায় 
 সুব্রত নন্দী


ভুলে গেলে কী বন্ধনহীন হওয়া যায়?
পুড়িয়ে দিলে কী সমাপ্তি ঘোষণা করা যায়?
দহনের দগ্ধতায় উপলব্ধিগুলো স্মৃতির সরণীতে আজও বর্ণিত,
বিষণ্ণতার চিত্রপট আঁকে মানবিক আধারের নির্লিপ্ত কুঠুরিতে।
আত্মসমর্পণ করে গোধূলির লালিমায় অহর্নিশি,
দিশাহীন যাত্রী হয়ে এগিয়ে চলে বৈতরণী পার হওয়ার তাগিদে -
চিতার আগুনে সব কী আর চিতাভস্ম হয়?
কিছু ভস্মীভূত অনুভূতি থেকে যায় সূর্যাস্ত অবগাহন ক'রে....

(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)



No comments:

Post a Comment