Thursday, July 2, 2020

আষাঢ় শ্রাবণে
সার্বজনীন মাটি  

ঝম ঝম ঝর ঝর
অঝরে বৃষ্টি ঝরে,
কাজলের কালো ঐ
ছল ছল জলধরে!
ঢেউখেলা কতজল টলমল 
বিল ঝিল নদীতে আসিয়াছে বন্যায়,
লাবণ্যময়ী শাপলা কলমিরা
আনন্দে দুলিতাছে হিমেল হাওয়ায়!
হলদে ব্যাঙগুলো প্রেমগীতে মুখর
রাত্তিরে ঝোপঝাড়ে ঝিঁঝিঁপোকা ডাকে,
বাতায়নে কভু হেরি - মরাল মরালি
আপন মনে হারায় নদীর বাকে!
বিলের ধারে ঝোপের আড়ে
এমনি রিমঝিম বারিঝরা বরষায়,
জোড়াহিন ডাহুকটি আজ
প্রতীক্ষার দিন গুণে কাহারো ভরসায়!
পত্রপল্লব আর তরুশাখা বেয়ে
ফোঁটায় ফোঁটায় ঝরে যে শান্তির জল,
ক্ষণিকের তরে হৈলেও নিভিয়া যায়
এমনি কালে মোর হৃদি ক্ষোভানল!
আ..হা! আষাঢ় শ্রাবণের এমনি দিনে
কেয়া আর কদম্ব কলিরা আরও অনেকেরে-
সাথে লয়ে বারির অবগাহনের পরে-
সিক্ত বসনে মৌন হাসিতে হাসে প্রাণ ভরে!
দিবারাত্রে ব্রহ্মপুত্রে স্রোতের ধার
বইতে থাকে ঐ যতক্ষণ,
বহু দূরে হৈতে যেন কর্ণে আমার
মধু গান শ্রবি ততক্ষণ!
আবার সহসাই দেখি বাংলা মা
কাঁদিয়া উঠে ত্রাসে,
গ্রাম আর শহর পড়িয়া যায়
বন্যার নিষ্ঠুর গ্রাসে!
বহু বারের বন্যার এই কৃতিকান্ডকে
বাংলার মানুষ চাহিয়া দেখিয়াছে,
কত যে জীবন ও সাজানো সংসার,
সোঁও সোঁও খরস্রোতে ভাসিয়া গিয়াছে।
আবার মেঘহীন অন্তরীক্ষে
হেরি আমি উজ্জ্বল এক পরি,
এবার বুঝি বর্ষার মাতম
থামাইবেন দয়াময় হরি!

শাওন রজনীতে শুধাংশু দেখি
আমি নীল আকাশে,
ঊষায় দেখি নাহিত এ বাংলা মা
আরেক রূপে হাসে!

(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)

No comments:

Post a Comment