Thursday, July 2, 2020

খেয়ালী
জয়তোষ ঘোষ 

ধোঁয়া মেঘের সংসার থেকে 
নিজেকে ছিন্ন করে প্রতিনিয়ত  
ঝড়ে পড়ো গাছেদের শরীর ছুঁয়ে ,
তোমার দলিত স্বপ্নেরা ঝিলকিশোরীর
মন জুড়ে হাওয়ার সাথে লিপ্ত হয় বিনুনির
অনাহুত  আদিম  খেলায় ,  আমি দেখে যাই.. 

তোমাকে কাছে পেয়ে অযত্নের 
ঘাসফুলটি ফোটে,কৃষকের চোখে
কথা ফোটে, সন্ধ্যায় তারারা খেলে
যায়, নদীর  যৌবন প্রাপ্তি ঘটে , অথচ
আমি বসে রই তোমার থেকে অনেক দূরে ...

আজ আষাঢ়ের কোন খেয়ালে 
কিশোরীর শরীর ছুঁয়ে দিলে তুমি?   
তার নাভিতে গড়ে তুললে পদ্মপুকুর 
যেখানে জমা আছে যাবতীয় সুখ স্মৃতি
পরম্পরা  ভেঙে  তার নষ্ট কাহিনীর  সাথে...
বৃষ্টি! পড়লে ঝড়ে আজ আষাঢ়ের কোন খেয়ালে ?



(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)

No comments:

Post a Comment