অন্য আষাঢ়
মৌসুমী চৌধুরী
তোমার আমার মাঝে
অবিরাম ঝরছে অযুত মুক্তোদানা ,
হাওয়াদের পাগল দাপাদাপি।
কুড়োয় ছলাৎ ছলাৎ নোনা ঢেউ, মায়াবতী নদী এক।
তোমার আর আমার মাঝে
মৃত্যু-চিৎকার আর আরোগ্যের টাগ-অফ-ওয়ার চলে।
রঙ-বেরঙের মুখ আর মুখোশের সালতামামি
পেরিয়ে
চিবুকে মুখ নামিয়েছে গোমড়ামুখো আষাঢ় আকাশ।
আমার কবিতাদের বয়কট করে
অস্ফুটে কী যেন ফন্দী আঁটে চাঁদ-তারা- ফুলেরা!
জুঁই,বেলি, কদমেরা চোখ ঠারাঠারি করে,
স্লেটরঙা আষাঢ় লেখে অন্য এক মেঘদূত!
তোমার আর আমার মাঝে দাঁতাল হাতি নষ্ট করে পদ্মবন
আমি তারে প্রেম নাম দিই!
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment