Wednesday, September 3, 2025


 

কবিতা 


ভুলে থাকা

 বেলা দে


মেঘ বাজছে
একলা একা,
ঘরের ভিতর,
মা গিয়েছেন অনেক আগে
তাঁকে ভেবে বিষন্নতা, 
দশ মাস ঐ শরীরে ছিলাম
তপ্ত তাপে।
মেঘ ভাঙা এই শ্রাবণ রাতে
মায়ের ব্যাথা,
গন্ধ যে তাঁর লাগছে নাকে
বর্ষাতিমন খুঁজছে তাকে,
চাল ডালের খিচুড়ি পাকে।
ভুল আছে তাই ভুলে থাকা
একলা একা। 

No comments:

Post a Comment