কবিতা 
শরতের বৃষ্টিবেলা
প্রতিভা পাল 
বৃষ্টিবেলার গল্পগুলো কবিতা হয় আনমনে।
মেঘ ছোঁয়াচে বৃষ্টি নামে মনগলির বেপাড়ায়।
রোদ শুকনো ইচ্ছেদের চলাচল থেমে গেলে 
ঝাপসা স্মৃতির মতো দেখায় কাচ-ভেজা দিন।
আঙুলের স্পর্শে লেগে থাকা ধূলিকণা
জলের গতিতে গড়িয়ে পড়ে জলের বৃত্তে।
প্রতিসৃত আলোয় তাকিয়ে দেখি -
শব্দর বুদ্বুদে কবিতার মতো সেজে উঠেছে 
সমস্ত যাপন।
আমি গল্প লিখি শরতের কবিতায়....

No comments:
Post a Comment