কবিতা 
শ্রাবণঘন সন্ধ্যা
মনোমিতা চক্রবর্তী
শ্রাবণের রিমঝিম ধারার 
আগলে রাখা জলছবি 
কিংবা বিষাদের মেঘমালার 
বাহ্যিক  আরশি ,
সিক্ত ক্যানভাস আর পিছুটান 
হৃদয়ের আনাচে কানাচে জুড়ে 
শ্রাবণের অস্তিত্বের দিচ্ছে জানান। 
এ বিশ্বজুড়ে আজ শুধু প্রেমের বর্ষণ
মেঘ পিয়নের আশীর্বাদে 
প্রাচীন মহীরুহও পেয়েছে  জীবন ।
গাঢ় আরও গাঢ় অন্ধকার  
আর মেঘের ভেলার মাঝে 
শ্রাবণ ধারার একরাশ বৃষ্টি 
মরুমন যে আজও খোঁজে ।

No comments:
Post a Comment