শারদীয়া 
আনন্দঘন শারদীয়া 
 প্রিয়াঙ্কা চক্রবর্তী 
ধরণী সবুজের মায়াকানন, 
          আশ্বিনের শারদ প্রাতে,
           মাতৃ আরাধনার ক্ষণ;
  পুণ্য লগ্নে মুক্ত আকাশে,
            আনন্দ ঘন সিঞ্চনে-
 বর্ষণমুখর দিনের সমাপনে,
        মাতৃ বন্দনার মধুর ধ্বনিতে,
            পল্লবিত কিশলয়; 
এসেছে প্রাণের উৎসব শারদীয়া ।।

No comments:
Post a Comment