ব্যক্তিগত গদ্য
শহরের ইতিকথা
দেবযানী ভট্টাচার্য
ঈশ্বর ঘুমিয়ে পড়েছেন, ব্যথারা এখানে পরিত্যাক্ত স্বর, অবিরত চলেছে বিক্ষোভের প্রতিষ্পর্ধা,আমাদের বিলাপগুলোর আজ অন্ধকারে মঞ্চ হাতড়ে ফেরে , যারা আগুন জ্বালাতে শিখিয়েছিল তারা চলে গেছে মশারীর সুরক্ষায়। আমিও কেমন শোক গিলে খেতে খেতে কবন্ধের মতো মশাল হাতে হেঁটে চলি কসবা থেকে বনগাঁয়।

No comments:
Post a Comment