Wednesday, September 3, 2025


 

কবিতা 


মেরুদন্ডের খোঁজে
অশোক কুমার ঠাকুর


কয়েক দশক কবিতা লিখতে লিখতে
এখন আর মেরুদণ্ডে জোর পাই না
বুকে ভর দিয়ে হাঁটার মতো অবস্থা প্রায়।

সেদিন বিজ্ঞাপনে দেখি,
একজন অস্থি বিশেষজ্ঞ
কৃত্রিম মেরুদণ্ড বসাতে পারেন।
অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে
ছুটে গেলাম তার কাছে।

ঠাসাঠাসি ভিড়, বসার জায়গা নেই
সম্ভবত সব কবিরাই এসেছেন
মেরুদণ্ড প্রতিস্থাপন করাতে।

ডাক্তার বাবু এক অদ্ভুত নিয়ম করে দিলেন
যে যত বড়ো কবি
তার সুযোগ তত আগে
সকলেই জমা দিল তাদের কবিকৃতি বায়োডাটা
আমিও জমা দিলাম।

কবিদের সম্মান, অবস্থান অনুযায়ী
প্রথম দ্বিতীয় ----- এভাবে বসার ব্যবস্থা করা হলো
ক্রমান্বয় আসতে আসতে
আমি আর বসার সুযোগই পেলাম না।

No comments:

Post a Comment