Wednesday, September 3, 2025


 

শারদীয়া 


পুজোর বাজার

মাথুর দাস


পুজোর বাজার আর করি না

পুজোর আগেই ঠিক,

খুঁজো যদি কারণটি তার

তবে সব জানবে সমধিক ।


দিন-কে-দিন কী ব্যবসার ছিরি !

বাই ওয়ান গেট ওয়ান 'ফিরি',

পাঁচগুণ দাম বাড়িয়ে কমায়

কাটায় গলা পাবলিক ॥

No comments:

Post a Comment