Wednesday, September 3, 2025


 

শারদীয়া 

বাজছে পুজার ঢোল
মজনু মিয়া

থেকে থেকে আওয়াজ শুনি
বাজছে ঢাক আর ঢোল,
উলুধ্বনি আসছে কানে
তালে তালে বোল।

নাচছে খোকা নাচছে খুকি
নাচছে ছুরাছুরি,
তারই তালে নাচছে আরো
যত বুড়াবুড়ি।

মায়ের কাছে জোর প্রার্থনা
সুখে যেনো থাকি,
বিদায় করে দিও মা গো
দুঃখ যত বাকী।

মিলেমিশে সবাই যেনো
থাকতে আমরা পারি,
অশান্তি আর অসভ্যতা
দিতে চাই সব ছাড়ি।

No comments:

Post a Comment