কবিতা
স্বপ্ন বীজ
কাঞ্চন দত্ত
জোনাকি মালায় সাজিয়ে আলো
পথ খুঁজেছি সন্ধ্যা রাতে,
হারিয়ে গেছে পথের রেখা.. আশায় আমি
ধ্রুবতারা পথ দেখাবে মধ্য রাতে।
স্বপ্ন বীজ টা পোঁতাই আছে মন মাঝারে,
উষ্ণতার ওম পাওয়ার প্রতীক্ষায়..
জলরঙে ছবি এঁকে যাই ক্যানভাসে তে,
মন পাখি যে নীড়ে ফেরার অপেক্ষায়।
কুয়াশা মাখা ভোরেই ঠিক পৌঁছে যাবো,
সারা রাতের ক্লান্তি ঝেড়ে শিউলি হাতে,
তোমার মুখেই শুনতে চাই “সুপ্রভাত”,
ভালো থাকার মন্ত্রগুপ্তি রচব সেই প্রাতে।
উজান ভাঙ্গা ঢেউ ভেঙে হাঁটতে হবে অনেক পথ,
নি:শব্দ বালুচরে নীরবতার সাক্ষী হয়ে,
আগুন পাখি আসছে উড়ে পথ আটকাতে,
নিভিয়ে দেব আগুন রেখা বহ্নি জ্বালা সয়ে।
অঝোর ধারায় বৃষ্টি ঝরে শহর বুকে,
তবু তো পারেনা সব আবর্জনা ধুয়ে দিতে!
পৃথিবীর ফুসফুসটাই ভরে গেছে জঞ্জালে,
রক্ত বৃষ্টি ঝরছে আজ আকাশ হতে।
স্বপ্নগুলো খুব ভীতু হয়, স্বপ্ন আমার স্বপ্ন তোমার,
তবুও আমি স্বপ্ন দেখি, পৌঁছে যাবো নীল দিগন্তে,
স্বপ্ন বীজ তো পোঁতাই আছে হৃদ মাঝারে,
শিকল বাঁধা মনপাখি, চায় যে আবার আকাশ ছুঁতে।

No comments:
Post a Comment