শারদীয়া 
পূজা 
 প্রণব শংকর গাঙ্গুলী 
প্রতি বছর হচ্ছে পূজা মহা ধুম করে,
আসছেন দেবী নৌকা কিংবা ঘোড়ার পিঠে চড়ে।
সাজছে মানুষ সাজছে শহর অনেক খরচে করে,
অপব্যয় হচ্ছে অনেক প্রতি বছর ধরে।
আসল যারা পায়না খেতে নকলের পেট ভরে।
মানুষের সেবাই দেবীর সেবা ,
বুঝবে মানুষ কবে ?
মাঝে মাঝে হয় যে মনে ,
দেব-দেবী সব মিথ্যা ,
পারে না কি তাঁরা দুর করতে মানুষের দুরাবস্থা?

No comments:
Post a Comment