Wednesday, September 3, 2025


 

কবিতা 


অবকাশে

মগ্ননীল


আকাশ থেকে ওই বৃষ্টিটা যখন নেমে আসে,
মাটির ভেজা গন্ধে
তোমাকে খুঁজে পাই।

বৃষ্টির জলে যখন ওই শালিক দুটো,সে
ডানা ভিজিয়ে আনন্দ করে
সেই আনন্দে তোমার ভেজা চুলের
স্পর্শ পাই।

শেষ বিকেলে পরিষ্কার আকাশে
সাতরঙা রামধনু,
সেই রঙে তোমার উজ্জ্বল রূপের
আভাস পাই

রাতের ঝিরি বৃষ্টি 
আর ওই হিমেল বাতাস
সেই বাতাসে তোমার আলিঙ্গনের ছোঁয়া পাই।।

সকাল টা শুরু হয় সেই গানে
"বাজলো তোমার আলোর বেনু"।।

No comments:

Post a Comment