কবিতা 
এসো আলো খাই
সুচরিতা চক্রবর্তী 
অন্ধ ভিখারি গান গাইছে স্টেশনের ধারে,
ট্রেন আসে ট্রেন যায় নিত্যনতুন মানুষের ভিড়ে। 
সহযাত্রী হতে আমার খুব ভালো লাগে চিরদিন 
মাঝরাতে কামরার আলো নিভে গেলে  স্টেশনের আলো
নিরিবিলি গাছ পালা আর অন্ধ ভিখারি থাকে অন্ধকারে। 
নতুন নতুন ফেরীআলা সুখ বেচে - আলো বেচে 
আলো কিনবো বলে বিক্রি করেছি ভিটেমাটি, 
রোজ রাতে গান শুনি আশির দশক।
পুরোনোকে ছেনে ছেনে আমাদের জীবন আলোর দিকে যেতে চায়,
 আলো খেতে চায়।
হাসপাতালের যে রোগী কাল মারা যাবে আর অন্ধ ভিখারি কিছুর বিনিময়ে আলো পাবে না আর । 
আলো - আঁধার এক কামরার দুই সহযাত্রী বই তো নয়।

No comments:
Post a Comment