কবিতা
বসন্তের ফুল
মোহিত ব্যাপারী
এমনই বসন্ত দিনে আমাদের দেখা হয়েছিল।
বসন্তের ফুলেদের সাথে কথা হয়েছিল।
চোখে চোখে মনে মনে ফাগুনের ঈশারা।
একজোড়া বসন্তের ফুলে গাঁথা মালা।
জুঁই বকুল মাধবীলতা ক্যামেলিয়া
শিমুল পলাশ অশোকের ভিড়ে
তোমার কন্ঠে পারিজাতের মালা।
বুকে তখন ফাগুনের আগুনের শিখা।
চোখে চোখে রঙিন স্বপ্নের আনাগোনা।
আজও বসন্ত শুষ্ক বাতাস।
জমে আছে রাশি রাশি শুকনো ঝরাপাতা।
বনে বনে দাবানল যেথা সেথা।
পুড়িয়েছে সব আগুনের লেলিহান শিখা।
হলুদ সবুজ সব ছারখার।
পড়ে আছে শুধু স্মৃতিগুলো ছাইচাপা।

No comments:
Post a Comment