Wednesday, September 3, 2025


 

শারদীয়া 

আগমনী 
দেবাশীষ মন্ডল 

শরৎ মানে সদা শুভ্রতা 
আনন্দে ভরে থাকে মন, 
শরৎ মানে খুশির জোয়ার 
শরৎ মানে মায়ের আগমন। 

লেগেছে সবার মনে 
আনন্দের অমুক ঢেউ,
পূজাতে একাকার হবে সবাই 
মায়ের আশীষ থেকে বঞ্চিত হবে না কেউ। 

রাস্তার দু'পাশ সেজেছে 
সাদা কাশ ফুলে ফুলে,
বাতাসের ছন্দে গা ভাসিয়ে 
নাচছে ঢাকের তালে তালে।

শিউলির মনকাড়া গন্ধে
ভরেছে আকাশ-বাতাস, 
আগমনীর সুর বইছে মনে
মা আসছে মিটিয়ে দিতে মনের আশ।

আর তো মাত্র ক'টা দিন 
আসতে বাকি পূজার, 
মায়ের আগমনের সুবাস 
ছড়িয়ে পড়ুক অন্তরে সবার।

No comments:

Post a Comment