Wednesday, September 3, 2025


 

কবিতা 

আড্ডা
আবদুস সালাম

উপকার বর্জিত কথাগুলো লোকে খায় খুব  
চায়ের দোকানে বসে গুষ্টির পিন্ডি চটকায়  
জন্মদাগ বৃত্তান্ত চুবিয়ে  দিলাম সমুদ্রের জলে  

সময়ের আলিঙ্গনে  বিরামহীন বন্দিত্বের জলসাঘর   
সময়ের অঙ্কটা  নিপাতনে সিদ্ধ  
ছায়া ফেলে সার্বজনীন বিকেল  
ছায়ার নৌকায় ভাসিয়ে দিলাম  যন্ত্রণার দলিল  

চা ওয়ালার অঙ্কটা বেশ সহজ  
দুধ -চায়ের ঘটেছে  অপমৃত্যু  
দোকানীর পোয়াবারো --লাগেনা দুধ লাগেনা চিনি 

সংযমের গর্বিত অহংকার করে লুটোপুটি  
অপকারেরআরতি করি নিত্যদিন  
কবরডাঙার বনে শিয়ালেরা চালায় রাজত্ব  

স্বপ্নের জালে বন্দি হয় দ্বিধাহীন আবেগ 
আড্ডায় আড্ডায় জমে ওঠে ভ্রষ্ট রাজনীতির  সাংবিধানিক  অধিকার

No comments:

Post a Comment