কবিতা
তিনটি কবিতা
সম্রাট দাস
অমৃত প্রজ্ঞা
বিষাদসিন্ধু সকল ভুলে, অমৃত প্রজ্ঞা নিলাম তুলে ;
অসংলগ্ন, অস্থির পরিবেশে মনেরে গোছালাম ;
তপ্ত রৌদ্র মাঝে পেলাম , স্নিগ্ধ শীতল জ্যোৎস্না সুখ ;
পরম আরশ হৃদয় পেলাম , নিষ্প্রভ হলো দুখ।
কবিতার জীবন 
কত কবিতারা আসে মনে; মনে থাকে স্বল্প কিছুক্ষন ;
কত কবিতারা মন থেকে বেরোতে চেষ্টা করে ;
কেউ বেরয় কেউ থেকে যায় মনে ।
যারা বেরয় তাদের দিতে হয় পৃষ্ঠা, কলম , 
তাদেরকে লিখতে হয় সুন্দর করে ;
তবেই তারা করে বিশ্বজয়; দেশ-বিদেশে যায় , 
নাম ডাক করে; তবেই তারা হয় সফল। 
আর যেসব কবিতারা পৃষ্ঠা,কলম আর যত্ন নিয়ে লেখা পায়না ;
তারা অনাদরে অবহেলায় থেকে যায় মনে ;
কিছুদিন পর তারা মনেই বিলিয়ে যায় ;
তাদের আর খুঁজে পাওয়া যায় না;
ঠিক ওই অনাদরে অবহেলায় বেড়ে ওঠা পথশিশুর মত।
প্রবাসে অপরিচিতার স্নেহ
জানিনা, কোথা হতে এসেছি এই বিদেশে ;
পেয়েছি মায়ের নির্ভেজাল স্নেহ 
পেয়েছি নির্মল অনিলের আদর 
পেয়েছি ভানুর ভালোবাসা 
সৃজনী বসুধা আজও আমায় লালন করছে ,
তার যত্নময় স্নেহকোলে,
নিষ্পাপ শিশুকে যেমন মা করে স্নেহ 
পেয়েছি জলদেবীর শীতল স্পর্শ 
পেয়েছি অন্নপূর্ণার অন্নপূর্ণ পাত্র  
পেয়েছি ফলদেবীর সুমিষ্ট রসালো ফল 
পেয়েছি ফুলদেবীর সুরভী প্রসূন 
এত স্নেহ, এত আদর, এতো ভালোবাসা! 
কোন এক অপরিচিতা দেবী যেন 
দশবাহু দ্বারা লালন করে চলেছে 
আমায়, আমাদের...

No comments:
Post a Comment