Wednesday, September 3, 2025


 

শারদীয়া 

মহালয়া
পংকজ পাল

আশ্বিন শারদের এ প্রাতে
আলোকিত করে দশ হাতে,
সুভাসিত শেফালী ফুলে
মৃদুমন্দ বায়ুতে কাশ দুলে ৷

শিশির চিকচিক করে ঘাসে
সাদা মেঘমালা নীলাকাশে,
খুশির জোয়ার সবার মনে
আজকের এই শুভ ক্ষনে...

চারদিকে রঙ আর শোভা
মায়ের মূর্তি মনোলোভা,
সকল অন্ধকার করে দূর
বাজে আজ মহালয়ার সুর ৷

দিকে দিকে আনন্দ কলরোল
মনের মধ্যে খুশির হিল্লোল,
এলো এলো রে মা দশোভূজা
ভক্তিভরে করি মায়ের পূজা ৷

No comments:

Post a Comment