Wednesday, September 3, 2025


 

শারদীয়া 

এসো শরৎ 
চন্দ্রানী চৌধুরী

তোমার কাছে চেয়ে নিলাম 
ঝকঝকে নীল আকাশ
সাথে দিও শরৎ বেলা 
তুলো মেঘের আশ

হঠাৎ যদি মনের ভুলে
বৃষ্টি এসে ডাকে
ঝমঝমিয়ে সোহাগ করে
ভুল বুঝো না তাকে

পদ্ম শালুক কাশ চেয়েছি
চাই যে শিউলি ফুল
দিঘির কালো জলে হারাই
মন কেমনের ভুল

দুর্বা ঘাসের সাথে মিশে
গান শোনাবে শিশির 
সবুজ স্বচ্ছ শামিয়ানায়
মাঠে ঢেউ এর ভিড়

সোনা গলা রূপের ছটায়
ভোরের পূব আকাশ 
ঝিরিঝিরি মিঠে হাওয়ায়
দোলাও শুভ্র কাশ

টলটলে নদীর জলে 
মেঘ আকাশের ছায়া
এসো শরৎ জ্যোৎস্না রাতে
ছড়াও মোহমায়া 

ইচ্ছে সুখে ভেসে ভেসে 
তোমার কাছে ঋণী
মন কেমনের গল্পগুলো
রেখে যেয়ো এমনই।

No comments:

Post a Comment