Wednesday, September 3, 2025


 

কবিতা 


ধূসর অনুভূতি 
মোঃ আব্দুল রহমান

চকচকে শহর ঝলমলে আট্টালিকা
মোজাইক রাস্তা সোনালী রোদ্দুরে পিচ্ছিল
অগণিত লোকজনের আনাগোনা---
ধুকপুক হৃৎপিণ্ডে লালচে ক্ষত
উপচে পড়া রক্তের ফিনকি
ধূসর অনুভূতিতে মোড়ানো সারা শরীর
রোদ্দুরে বাদামি উষ্ণতা মাখে
জীব--- তবুও নির্জীব স্পর্শ
বাদামি চোখে জ্বলজ্বল করে শহরের রঙ
যেই মাখে সেই নিথর
নিজের চেনা রূপ অচেনা ধূসর আয়নায়
শহরের লালচে হৃৎপিণ্ড গলে গলে ঝরে!


No comments:

Post a Comment