Wednesday, September 3, 2025


 

শারদীয়া 



মহালয়া 

 রীনা মজুমদার 

আকাশ লাল হয়েছে, দেখো
 আস্তে আস্তে নীল আকাশে 
 থরে থরে পেঁজা তুলো বাতাসে 
শিউলি কুঁড়ির প্রতিযোগিতা চলছে 
কে আগে চোখ মেলে পৃথিবীকে দেখবে 
 শ্বেত শুভ্র কাশ মাথা উঁচু করে আছে 
প্রকৃতি কেমন সেজে উঠেছে! 

জানি তোমার মনে এখনও
জেগে আছে গত গত রাত্রির অন্ধকার 
তুমি যন্ত্রণায় ছটফট করতে করতে ক্লান্ত 
দিকে দিকে অস্থির, খবরে খবরে

এই পৃথিবীতে অনেক পাওয়ার 
মধ্যেও বঞ্চনার কঠিন সত্য গুলো 
চাপা পড়ে যায়, জানি। তবুও 
আমাদের ভাল থাকতে হয়, হবে

চলো না এই পূণ্য ভোরে গঙ্গার কাছে যাই! 
সব মৃত্যু শোক এক হয় না 
সব মৃত্যুর তর্পণ হয় না, জান তো!
আমারা আবার গর্জে ওঠার 
শক্তি  নিয়ে আসি! 
 উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস ....

No comments:

Post a Comment