কবিতা 
কে পাগল ?
 বিনিময় দাস 
এক পাগল ঘুরছিলো রাস্তায় বকে বকে প্ৰলাপ,
নেপথ্যে সে যেন করছিলো ঈশ্বরের সাথে আলাপ ।
পাগলের জামা ছেড়া, এক পায়ে সেণ্ডেল,
জামার পকেটে উঁকি দেয় একটা কেণ্ডেল ।
ঝাকড়া চুলের মাঝে ধূলোর থাক,
পরিবেশের কাছে এ যেন  হাসির খোরাক ।
তাইতো পরিবেশ ঢিল ছুঁড়ে পাগলের পেছনে,
কারণ ওরা যে মজা পায় পাগলের ক্ৰন্দনে ।
আর মজা পায় ওরা পাগলের গালি,
কেউ বা টেনে ছিঁড়ে দেয় পাগলের কাপড়ের তালি ।
পাগল জোড়হাতে বলে, " হে ঈশ্বর, বলছি আমি,
তুমি ক্ষমা করে দাও ওদের পাগলামি । "

No comments:
Post a Comment