কবিতা
ফাঁদ
অপর্ণা সাহা
পারমাণবিক, পারমাণবিক 
শক্তির পরীক্ষা চারিদিক---
আত্মম্ভরি প্রতিভূরা কূটনৈতিক বাচালতায় মত্ত,
শক্তির দম্ভ প্রকাশে অনড়,কে কতটা অপ্রতিরোধ্য! 
মরন-ফাঁদের খেলায় কুচক্রীরা ছড়াচ্ছে হিংসা থেকে হিংসা, 
যে খেলায় হয়নাকো হার-জিতের মীমাংসা। 
আত্মস্তুতির ছলে লুকিয়ে প্রতারণা 
ধ্বংসস্তূপের সুড়ঙ্গে পৃথিবীর কান্না। 
আত্মস্তুতির কোলাহলেও 
পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ধ্বনি---
'দুর্গতিনাশিনী' শারদীয়ার আগমনী।
মাগো 'তুমি' আসছ এবার গজে
শান্তি ও সমৃদ্ধির বরদান রূপে। 
তুমি কী পারবে 'মা' এই আত্মম্ভরি-দম্ভ ঘোচাতে? 
পারমাণবিক অসুরদের ত্রিশূলের ফলায় ফালা-ফালা করতে? 
তুমি কী পারবে---
তোমার করকমলে পৃথিবীর কান্না মোছাতে? 
"যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।। " 

No comments:
Post a Comment