Wednesday, September 3, 2025


 

কবিতা 


সাম্পান
অলকানন্দা দে


মুহুর্ত মাপে ঘড়ির কাঁটা দিনের বয়স বাড়ে,
কাজে অকাজে পড়ন্ত বেলা রাত্রিকে পথ ছাড়ে!
ভাবিত মনে কবিতার কথা সন্ধ্যাতারাকে চায়,
মধ্যরাতের পটভূমিতে শুকতারাকে পায়!
বিচ্ছুরিত তারার হাসি আকাশ ক্যানভাসে,
লক্ষ্মীমন্ত অক্ষর বাঁধি আনত বিশ্বাসে।।
নিশুতের তীরে স্মৃতির নৌকা নোঙর ফেলে যেই,
যাচিত সুখে পুরোনো দিনের প্রবাহে সামিল হই!
প্রতিটি কোষে জ্বালে জোনাকি সাবেকের কোলাহল,
আজও চারপাশ সেই শব্দে একান্ত বিহ্বল!
স্তুপাকার স্মৃতি, এসো ভেজা যাক, তারামণ্ডল ভিড়ে।
আমরা ছিলাম অনায়াস বায়ু সবুজ ছাউনি শিরে!
এই ধমনীর পাশে আছে সেই গূঢ় বটের ছায়া,
নাছোড়বান্দা হৃৎপিন্ড ইতিহাসে খোঁজে মায়া!
রাত্রিকে বলি তুমি ধীরে বও বিজড়িত থাক স্মৃতি,
কবিতার বুকে অতীতবিন্দু শোনায় অলীক গীতি!
রাগে-অনুরাগে সাজানো আঁধার বিদায় নিতে চায়,
সুচরিতেষু! ঐ দেখো পূব ভোরের আভাস পায়!
আজ পথ যেতে ভুল হয় শত প্রতিটি পথের বাঁকে,
অবিশ্বাসের হিসেব কষেনি জীবন কখনো আগে!
কাঙ্খিত রাত বিদায় দিলাম কবিতায় এসো ফিরে,
আগলে রেখো খড়কুটো এই স্মৃতির নৌকাটিরে!

No comments:

Post a Comment