Wednesday, September 3, 2025


 

কবিতা 


করম পূজা 

প্রশান্ত লোহারা 

ভাদ্র একাদশীতে
করম পূজা হয় 
আদিবাসী ওই সময় 
আখড়ায় রয়।
প্রকৃতিবাদী আদিবাসীরা 
করম গাছের ডাল কে পূজা করে 
নাচে গানে ধামসা মাদলে 
সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ।
চা বাগানে করম পূজায়
কুমারী মেয়েরা উপোস থাকে 
কুমার ছেলেরা করম ডাল কেটে 
করম পুজার থানে আনে।
করম পুজার ব্রত কথা 
আদিবাসী পাহানরা বলে
সবাই এসে করম আখড়ায় 
করম লোককথা শুনে ।
সারা রাত ভাদ্র একাদশীতে
সাদরি করম গান গায় 
আদিবাসী নারী পুরুষ 
নৃত্যে কোমর দোলায় ।

No comments:

Post a Comment