কবিতা
করম পূজা
প্রশান্ত লোহারা 
ভাদ্র একাদশীতে
করম পূজা হয় 
আদিবাসী ওই সময় 
আখড়ায় রয়।
প্রকৃতিবাদী আদিবাসীরা 
করম গাছের ডাল কে পূজা করে 
নাচে গানে ধামসা মাদলে 
সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ।
চা বাগানে করম পূজায়
কুমারী মেয়েরা উপোস থাকে 
কুমার ছেলেরা করম ডাল কেটে 
করম পুজার থানে আনে।
করম পুজার ব্রত কথা 
আদিবাসী পাহানরা বলে
সবাই এসে করম আখড়ায় 
করম লোককথা শুনে ।
সারা রাত ভাদ্র একাদশীতে
সাদরি করম গান গায় 
আদিবাসী নারী পুরুষ 
নৃত্যে কোমর দোলায় ।

No comments:
Post a Comment