কবিতা
সৌত্র
জীবন সরখেল
খপুষ্পে সাজানো বাগানে দোলে
নিরাসক্ত অসংখ্য সুবিন্দুর সারি..
তবে অক্ষরেখার মতো ঋজু মেরুদন্ডীরাই
আজও বদলাতে জানে সঠিক ইতিহাস...
দুরবস্থ সময়ের কোলে
মাংসাশী ইচ্ছের সমাপতনে
সইতে হয় সাময়িক পিঞ্জনের আঘাত
তবে প্রাত্যয়িক সত্যের শ্বাসেই
আবারও নেমে আসে নির্বিণ্ণ সকাল....

No comments:
Post a Comment