Wednesday, September 3, 2025


 

কবিতা 


বাঙালির প্রাণ

দয়াময় পোদ্দার


এটা কোন মিষ্টি প্রেমের গল্প নয়,
অল্প অল্প জল আর কাদা,
                                 আমাদের কান্না ভাষা...

কে বলেছে রুখবে তাকে,
                      কেড়ে নেবে বর্ণলিপি?
 
এতোই সোজা!

পাতার আড়াল ঠেলে রোদ পড়েছে- চিলতে কুয়োয়
বাংলা ভাষা ঘুমিয়ে আছে সেখানে সেই
                                      জলের মাচায়...

আমাদের দুঃখ-সুখের উজান ঠেলে
আছেন জেগে বিদ্যাসাগর....

No comments:

Post a Comment