Wednesday, September 3, 2025


 


শারদীয়া 


মায়ের আগমনী

প্রাণেশ পাল 


বর্ষার অঝোর বারি-ধারা ছুঁয়ে শ্রাবণ ভালবাসা,
উদ্বেলিত তরুদলে প্রাণের ছোঁয়া,
আপ্লবে ভেসে যায় রাজপথ, আলপথ,
বাতাসে ঝরা শিউলির গন্ধ।

নীলাম্বরীর বুকে ছেঁড়া ছেঁড়া মেঘের কোলাজ 
চিত্রকল্প জুড়ে মায়ের আগমনী,
গহন মায়ায় তোর্ষা পাড়ের কাশবন,
অভিসারী বিকেলের প্রলম্বিত ছায়া।

অমানিশির নিশিরাতে মিশে যায় পিতৃপক্ষ,
নিশিভোরের আলিঙ্গনে দেবীপক্ষের সূচনা,
গঙ্গাঘাটের বাতাসে ভাসে মন্ত্রোচ্চারণ 
পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ !

আকাশ বাতাসে মন্দ্রিত চন্ডীপাঠ 
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমোঘ কণ্ঠস্বর, 
শিহরণ জাগে বাঙালির হৃদয়ে,
দেবীপক্ষের সূচনায় উৎফুল্ল ফুটপাত,
অভুক্ত জঠরে তোমার প্রতীক্ষায় পথশিশু !

No comments:

Post a Comment