সম্পাদকের কথা
কবি লিখেছিলেন, `সেই সব হারানো পথ আমাকে টানে...`
শুধু কবিকে নয়। আমাদের সবাইকেই টানে। সেজন্যই হয়ত আমাদের জীবনে ঘুরেফিরে আসে ফেলে আসা কোনও পথ।
আবার কখনও নতুন পথের সন্ধানে ছুটে যাই এদিক ওদিক। মিশে যাই সেই পথের বাঁকে কোনও স্নিগ্ধ ছায়ায়।
চেনা পথ অচেনা হয় কখনও। আবার অচেনায় চিনে ফেলি নিত্যদিনের সেই একই পথ।
এরকম নানা পথ নিয়েই এবারের মুজনাই। আসলে নদীরও তো পথ রয়েছে নির্দিষ্ট। পথ বদলে ফেললে সে যেমন অচেনা, তেমনি জীবনের পথও চেনা-অচেনার গন্ধ মাখা এক অনবদ্য অভিজ্ঞতা!
মুজনাই অনলাইন শ্রাবণ সংখ্যা ১৪৩১
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com (মাসিক অনলাইন)
ক্রোড়পত্রে ব্যবহৃত সংগৃহিত ছবি- যামিনী রায়
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, প্রচ্ছদ, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই অনলাইন শ্রাবণ সংখ্যা ১৪৩১
এই সংখ্যায় আছেন যাঁরা
উমেশ শর্মা, বেলা দে, গৌতমকুমার ভাদুড়ি, গৌতমেন্দু নন্দী
মণিদীপা নন্দী বিশ্বাস, অমলকৃষ্ণ রায়, পার্থ বন্দ্যোপাধ্যায়,
কবিতা বণিক, চিত্রা পাল, অনিতা নাগ, সুদীপ দাস,
শুভেন্দু নন্দী, লিপিকর, তপন রায়চৌধুরী, মৌসুমী চৌধুরী,
জয়তী ব্যানার্জী, লীনা রায়, ঋতুপর্ণা ভট্টাচার্য,
বুলবুল দে, অর্পিতা মুখার্জী চক্রবর্তী, রাজর্ষি দত্ত,
অলকানন্দা দে, জয়িতা সরকার, মনীষিতা নন্দী,
বিশ্বজিৎ সাহা, সুশান্ত পাল, আকাশলীনা ঢোল,
পর্ণা চক্রবর্তী, মঞ্জুশ্রী সাহা, বটু কৃষ্ণ হালদার
মুজনাই অনলাইন শ্রাবণ সংখ্যা ১৪৩১
No comments:
Post a Comment