এবার তো জাগ মা
কনক চক্রবর্তী
চোখের জল শুকোক এবার,
আগুন জ্বলুক ত্রি-নয়নে;
বিসর্জনের বাজনা বাজুক,
মহালয়ার আগমনে।
আসবে না আর উমা এবার,
এ নারকীয় পরিবেশে -
যে অঙ্গনে নরপশু
লালিত হয় ভালোবেসে।।
বিচার ভিক্ষা কোরো না আর,
মিলবে না তা এই জীবনে ,
চুনোপুঁটিরা পড়বে জালে
তদন্তেরই কূট কৌশলে।।
রাঘব বোয়াল বুক ফুলিয়ে,
গভীর জলে মারবে ঘাই -
ধরবে তাদের? শাস্তি দেবে ?
সে সাহস যে কারো নাই !
তাইতো বলি, মায়েরা সব,
ভাবনা এবার গড়ো
লজ্জা যদি থাকে তবে -
ভিক্ষার সব দান ছাড়ো !!
" বিচার চাই " বলতে গেলেই -
সন্তানেরা হয় বলি -
তারপরেও থাকবে নীরব ?
চোখতে এঁটে ঠুলি ?
সগর্জনে বলে ওঠো,
চাই না তোমার সেসব দান
যে দানেতে বিকিয়ে যায়,
কন্যার আজ মান-সন্মান !!
সিংহাসন তো শোভা নয় !
মায়ের বুকের আগুন থাক
সেই আগুনে ক্ষমতাসীনের
উন্নয়ন নিপাত যাক !
যার আশ্রয়ে প্রশ্রয় পায় -
নর রূপী শকুনগুলি !
মায়ের রোষের ছুরির ফলা,
খুবলে ফেলুক চোখগুলি !
ভয় পাস না " তিলোত্তমা" -
তুই যে আমার কন্যাসমা ,
দিকে দিকে জ্বালবো আগুন,
জ্বালিয়ে পুড়িয়ে করবো খাক !!
প্রতিজ্ঞা হোক ঘরে ঘরে,
করব না কেউ এদের ক্ষমা,
পশুগুলো নিধন করে,
মৃত্যুতে হই মাতৃসমা ।।
No comments:
Post a Comment